পাবনায় ২০২২ ব্যাচের এসএসসি শিক্ষার্থীদের শর্ট সিলেবাসের দাবিতে মানববন্ধন করেছে পাবনার এসএসসি ব্যাচের সকল স্কুলের শিক্ষার্থীবৃন্দ। মানববন্ধনটি সকাল ১১.৩০ মিনিটে পাবনা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয় । উক্ত মানববন্ধনে নেতৃত্ব প্রদান করেন ইব্রাহিম প্রধান,আরাফাত রহমান বিশাল,তায়াশুক ইমাম রাফিন,নুসাইবা মেহেজাবীন,রিদুয়ান রহমান রিমন সহ আরো অনেকে। মানববন্ধনে পাবনা জেলা স্কুল সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের দাবি একটি ছিল ‘শর্ট সিলেবাস চাই’এই স্লোগানে মুখরিত করেছে আজ পাবনা সকল স্কুলের শিক্ষার্থী বৃন্দ। এবং তারা বলেছেন তাদের দাবি মেনে নেওয়া নাহলে এরপরে তারা এর পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। উক্ত মানববন্ধনে নেতৃত্ব কালীন বক্তব্য প্রদান করেন বিভিন্ন ছাত্র-ছাত্রীবৃন্দ। উক্ত মানববন্ধনে এসএসসি ব্যাচের ছাত্র ইব্রাহিম প্রধান বলেন মহামারী করোনাভাইরাস এর আতঙ্কে কোন ছাত্র-ছাত্রী ঠিকমতো পড়াশোনা করতে পারেনি ফলে তাদের পড়াশোনার ব্যাঘাত ঘটেছে এর কারণে এসএসসি ব্যাচ ২০২২ এর সিলেবাস বড় করার কারণে তারা হতাশ হয়ে এই মানববন্ধনের ডাক দেন তাদের দাবি একটি শর্ট সিলেবাস তারা চায়। এবং তারা আশা করে শর্ট সিলেবাস করে তাদের পরীক্ষা নেওয়া হোক। মানববন্ধনে সকল শিক্ষার্থী করোনা মহামারী সময় নিরাপত্তা বজায় রেখে মানববন্ধনটি তারা শেষ করেন।
Leave a Reply