আজিজুল ইসলাম : করোনা ভাইরাসের বিস্তারের সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়েছে নানারকম উৎস্কানীমূলক বক্তব্য ও মিথ্যা তথ্য। যার ফলে আমাদের সমাজে সৃষ্টি হচ্ছে বিশৃঙ্খলা। এর পরিপেক্ষিতে ‘শান্তি মশাল’ এর উদ্যোগে “কোভিড-১৯ এর ভূল তথ্যের বিরুদ্ধে লড়াই করাঃ তরুণ, নারী ও ধর্মীয় নেতৃবৃন্দের ভুমিকা” বিষয়ক দুই দিন ব্যাপী ভার্চুয়াল কর্মশালার আয়োজন করা হয়েছে।
২য় দিন অধ্যাৎ ২২ এপ্রিল (বৃহস্পতিবার) দুপুর ২ টার সময় জুম এ্যাপ এর মাধ্যমে কর্মশালা অনুষ্ঠিত হয়। জনাব কাউসার কবির আনন্দ এর সঞ্চালনায় ‘শান্তি মশাল’ এর প্রজেক্ট এসিস্ট্যান্ট সাগর সরকার প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ওয়ার্কশপে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদা স্বার্ণা, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, সেন্টার ফর পিস এন্ড জাস্টিস, ব্র্যাক ইউনিভার্সিটি এবং উপমা আহমেদ, প্রভাষক কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ।
মাহমুদা স্বার্ণা তার আলোচনায় কোভিড-১৯ এর সময় কিভাবে আমাদের সমাজে বিভিন্ন তথ্য ভুলভাবে উপস্থাপন করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এসব বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, মিস-ইনফরমেশনের মাধ্যমে কোন ব্যক্তি, গোষ্ঠী, জাতিকে উদ্দেশ্য করে ভুল তথ্য সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। উপমা আহমেদ তার আলোচনায় উইমেন হেইট স্পিচের কারণ, এর ফলাফল এবং এগুলো থেকে পরিত্রাণের উপায় নিয়ে আলোচনা করেন।
ওয়ার্কশপে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওইমেন পিস ক্যাফের সভাপতি মাসকাতুল জিনান এবং রংধনুর সহ-সভাপতি সানজিদা ইসলাম ইরা। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন প্রজেক্ট হোল্ডার সানজিদা হোক ভাবনা। তিনি বলেন, কোভিড-১৯ এর এই সময়ে বিভিন্ন সমস্যা বেড়ে চলেছে, এর মধ্যে ভয়াবহ দুটি সমস্যা হলো হেইট স্পিচ এবং মিস-ইনফরমেশন। হেইট স্পিচ এবং মিস-ইনফরমেশনের মাধ্যমে খুব সহজেই একটি গোষ্ঠীকে ভুল পথে ধাবিত করা যায়।
এর ফলাফল হয় অত্যান্ত ভয়াবহ। সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য এবং সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শান্তি মশালের এই আয়োজন। তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। উল্লেখ্য, শান্তি মশাল প্রকল্পটি পরিচালনা করছেন সানজিদা হক ভাবনা। তিনি বর্তমানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এই প্রকল্পটি মূলত ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত ‘নেটওয়ার্ক ফর রিলিজিয়াল অ্যান্ড ট্র্যাডিশনাল পিসমেকার্স’ এর আওতায় আহা (অ্যাওয়ারনেস উইথ হিউম্যান অ্যাকশন) প্রজেক্টের একটি উদ্যোগ।
Leave a Reply