কুমিল্লায় পুকুরে চুবিয়ে মানসিক রোগীদের চিকিৎসা দেয়ার অভিযোগে এক বাড়ির মালিককে ২০ হাজার টাকা জরিামানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার বিকেলে কুমিল্লার আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যপাড়া এলাকার ওই বাড়িতে অভিযান চালায় জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। বাড়ির মালিকের বিরুদ্ধে কোনো সরকারি অনুমোদন ছাড়াই মানসিক চিকিৎসার নামে রোগীদের শারীরিক নির্যাতন করা, নোংরা পরিবেশে রোগীদের শিকলে বেঁধে রাখা, শিকলবন্দি রোগীদের পুকুরে চুবানোসহ নানা অভিযোগ করে এলাকাবাসী। এ সময় সুস্থ রোগীকেও অসুস্থ হিসেবে ধরে নিম্নমানের খাদ্য সরবরাহ, অনুমোদনহীন ওষুধ রাখার দায়ে বাড়ির মালিককে অভিযুক্ত করা হয়। এসব অভিযোগে তাকে জরিমানা করা হয়। একই সঙ্গে রোগীদের নিজ-নিজ পরিবারের কাছে হস্তান্তরের নির্দেশ দেয়া হয়েছে।
জেলা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান বলেন, অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনা হয়েছে। এ যুগে এসে একজন অভিভাবকের এ ধরনের ভুল করা দুঃখজনক। এ ব্যাপারে সামাজিক সচেতনতা গড়ে তোলা জরুরি।
Leave a Reply