আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু বলেছেন, আমরা সরকারে থাকা অবস্থায় আমাদের লোককে মেরে ফেলবে, সেটা আমাদের কল্পনার ভেতরেও ছিল না। এ ক্ষতি বঙ্গবন্ধুর, এ ক্ষতি শেখ হাসিনার। শুভ্র হত্যাকাণ্ডের মামলার জন্য যা কিছু করতে হয় সবকিছুই আমরা করব। শনিবার উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত উপজেলা পরিষদ চত্বরে শুভ্র হত্যাকাণ্ডের প্রতিবাদ সমাবেশ শেষে নিহতের পরিবারের বাবা, মা, স্ত্রীসহ আত্মীয়স্বজনের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এসব কথা বলেন। এরপর শুভ্রর কবরে পুষ্পমাল্য অর্পণ ও কবর জিয়ারত এবং দোয়া করেন।
তিনি বলেন, শুভ্রর হত্যাকারীরা একচুলও ছাড় পাবে না। মামলাটি দ্রুত নিষ্পত্তি করার জন্য আগামী মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দ্রুতবিচার মামলা সংক্রান্ত বৈঠকে এ মামলাটি দ্রুতবিচার ট্রাইব্যুনালে নেয়ার ব্যবস্থা করা হবে।
সাংবাদিকদের মাঝে একেএম আফজালুর রহমান আরও বলেন, এ ঘটনাটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অবগত আছেন। ওবায়দুল কাদের বলেছেন, তোমরা যাও- পরিবারকে সান্ত্বনা দিয়ে আস; যা করতে হয় আমরা সব করব।
শুভ্র হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে কর্মসূচিতে অংশ নেন- কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি মেজবাউল হোসেন সাচ্চু, সহ-সভাপতি মজিবুর রহমান স্বপন, যুগ্ম সম্পাদক মোবাশ্বের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, আরিফুর রহমান টিটু প্রমুখ।
Leave a Reply