ময়মনসিংহ বাস কোচ মালিক সমিতি’র মহাসচিবের গাড়ি শেরপুরের নবীনগর বাসস্ট্যান্ডে আটকিয়ে ড্রাইভার ও হেলপারকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে বহিরাগত শ্রমিক নামধারী কয়েকজনের বিরুদ্ধে। এর প্রতিবাদ ও ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে শেরপুর থেকে ঢাকাগামী সকল বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছেন বাস মালিকরা।
এদিকে শেরপুর থেকে ঢাকাগামী বাস বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যাত্রীসাধারণ। জরুরি প্রয়োজন থাকা সত্ত্বেও ঢাকা যেতে না পারায় বেশ বেকায়দায় পড়েছেন যাত্রীরা। এ বিষয়ে গতকাল দুপুরে শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় যৌথ সংবাদ সম্মেলন করেছে জেলা বাস-কোচ মালিক সমিতি ও জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। সংবাদ সম্মেলনে জেলা বাস-কোচ মালিক সমিতি’র সভাপতি ছানুয়ার হোসেন ছানু বলেন, গত মঙ্গলবার ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতি’র অন্তর্ভুক্ত সোনার বাংলা সার্ভিসের একটি বাস শেরপুর শহরের গৌরীপুর এলাকার পৌর বাস টার্মিনাল থেকে ঢাকায় যাওয়ার পথে শহরের নবীনগর এলাকার অস্থায়ী বাস টার্মিনাল থেকে যাত্রী তোলে।
এতে নবীনগর বাস টার্মিনালের কয়েকজন শ্রমিক নামধারী উচ্ছৃঙ্খল ব্যক্তি ওই বাসের চালক ও চালকেক সহকারীদের সঙ্গে অশালীন আচরণসহ তাদের লাঞ্ছিত করেন। এ ঘটনাটি ময়মনসিংহের বাস শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ শ্রমিকেরা শেরপুর থেকে ঢাকাগামী বাসগুলো ময়মনসিংহের শম্ভুগঞ্জ সেতু এলাকায় আটকে দেন।
এদিকে গত বুধবার দুপুরে ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতি’র মহাসচিব মাহবুব আলমের একটি বাস ঢাকা থেকে শেরপুর শহরের নবীনগর বাস টার্মিনাল এলাকায় এলে কয়েকজন শ্রমিক বাসটি আটক করে টার্মিনালের ভেতরে নিয়ে আটকে রাখেন। এরপর থেকে যাত্রী সাধারণ ও যানবাহনের নিরাপত্তার স্বার্থে বাসের মালিকরাই স্বেচ্ছায় বাস চলাচল বন্ধ রেখেছেন।
নিরাপত্তার বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তিনি আরো বলেন, সরকারের কাছে তাদের কোনো দাবি-দাওয়া নেই। তবে বহিরাগত কিছু লোক গাড়ি চলাচলে সমস্যার সৃষ্টি করছে। এ সমস্যার সমাধান হলেই বাস মালিকরা গাড়ি চালাবেন। সাংবাদিক সম্মেলনে সমিতি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুজিত ঘোষসহ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে পুলিশের পক্ষ থেকে ঢাকাগামী বাস চলাচল শুরুর চেষ্টা চলছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
Leave a Reply