লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় বিয়ের ১৫দিন পর নতুন শ্বশুরবাড়িতে বেড়াতে এসে পুকুরে গোসল করতে নেমে রাসেল হোসেন (২২) নামে এক নতুন জামাইয়ের মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ মে) দুপুরে উপজেলার পাটিকাপাড়া এলাকায় কারবালার দিঘীতে গোসল করতে নেমে এ ঘটনা ঘটে।
মৃত রাসেল উপজেলার পূর্ব সিন্দুর্না এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার প্রচণ্ড গরম হওয়ায় সদ্য বিবাহিত রাসেল দুপুরে তার শ্যালকসহ কয়েকজন মিলে কারবালার দিঘীতে গোসল করতে নামে। এ সময় সে পানিতে ডুব দিতে দিতে এক পর্যায়ে আর ভেসে ওঠে না। অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তার লাশ উদ্ধার করে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
লালমনিরহাট
Leave a Reply