গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:করোনা মহামারিতে বিশ্ব যখন স্থবির ঠিক সেই মূহুর্তে বাংলাদেশ সরকার লকডাউন ঘোষনার মাদ্যমে করোনা মোকাবেলায় ব্যস্ত। আর তখনও সরকারী নির্দেশ উপেক্ষা করে নাটোরের গুরুদাসপুরে বেসরকারি সংস্থা (এনজিও) বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস এর (বীজ) কর্মিরা অসহায় মানুষের ওপর জুলুম করে কিস্তি আদায় করে চলেছেন। এমনটি অভিযোগ করলেন উপজেলার ধারাবারিষা ইউনিয়নের পাঁচশিশা গ্রামের লতিফা বেগম। গত ১৭ মার্চ ১ লাখ টাকা তিনি নিয়েছেন বলে দাবি করেন। ওই টাকা নিতে ১৩ হাজার টাকা তারা অগ্রীম নেয়। ১৭ তারিখে টাকা নিলেও মাসের ১২ তারিখে কিস্তি দেয়ার কথা বলে। গত মাসের ১১ তারিখে কিস্তি দিলেও ওই টাকা পাশ বহিতে তুলে দেয়নি। উপরন্ত কিস্তি তারিখের আগেই ৫ তারিখ থেকে কিস্তির স্যার আমার বাড়ীতে এসে জুলুম চালায়। সরকারি ছুটির দিন ১০ এপ্রিল বেলা ১১টার দিকে ৫টা মটরসাইকেল নিয়ে তার বাড়ী গিয়ে ভয়ভীতি দেখায়। করোনায় লকডাউনে সংসার চলেনা, অথচ কিস্তি স্যারদের অত্যাচারে বাড়ি ছেড়ে পালানোর মতো অবস্থা।
এনজিও-র সিনিয়র বাঞ্চ ম্যানেজার জুয়েল রানা মোবাইল ফোনে বলেন, সহকারি এমআরএ কর্তৃপক্ষের চিঠি আছে। রোববার থেকে আদায়ের নির্দেশনা দেয়া আছে। তাই আদায় করছি। হাসমারি গ্রামে কিস্তির জন্য এসেছি। লতিফা বেগমের বাড়ীতে কোন জুলুম করা হয়নি। সেখানে তিনিও ছিলেন বলে দাবি করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন বলেন, অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply