সালমান খানের ছবি মানেই দর্শকদের কাছে টানটান উত্তেজনা, অ্যাকশন, নাচ নিয়ে যথাযথ বলিউডের মেগা-ব্লকবাস্টার মশলা ছবি। আর পরবর্তী ছবি ‘রাধে-ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’তে যে তার এতটুকু খামতি হবে না, ছবির ট্রেলার মুক্তির দিনই সে বিষয়ে আশ্বস্ত করলেন বলিউডের ভাইজান। বৃহস্পতিবার অবশেষে প্রকাশ পেল বহু প্রতীক্ষিত এই ছবির ট্রেলার।
পটভূমি সেই মায়ানগরী মুম্বাই। শহরে মাথা চাড়া দিচ্ছে গুন্ডারাজ। মাদক পাচার ব্যবসায় তরুণ প্রজন্মকে আনা গুন্ডাদের মূল লক্ষ্য। আর এই ব্যবসা রুখতেই এনকাউন্টার স্পেশালিস্ট ‘রাধে’কে (সালমান) দায়িত্ব দিয়েছে ক্রাইম ব্রাঞ্চ। ‘আই উইল ক্লিন দ্য সিটি’, প্রতিশ্রুতি রাধের।
প্রভুদেবা পরিচালিত এই ছবিতে সালমান খান ছাড়াও বিপরীতে মূল চরিত্রে আছেন রণদীপ হুদা। সালমান ও দিশা পাটানির কেমিস্ট্রিও ছবিতে আলাদা মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও ছবিতে দেখা মিলবে জ্যাকি শ্রফের। সালমান খানের সঙ্গে ‘ভারত’ ছবির পর আবার একসঙ্গে তারা।
চলতি বছরের ১৩ মে ঈদে প্রেক্ষাগৃহে ও ওটিটি প্ল্যাটফর্মগুলোতে মুক্তি পাবে এই ছবি। সকল স্বাস্থ্যবিধি ও প্রোটোকল মেনেই হলে দেখানো হবে ছবিটি। ওটিটিতে জি ফাইভে মুক্তি পাবে এই ছবি। তবে বাকি ডিটুএইচ অপারেটর্সেও দেখা যাবে ছবিটি। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই মাল্টি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ছবিটি।
ভিডিও
Leave a Reply