চট্টগ্রামের বাকলিয়া থানার আওতাধীন ভরা পুকুর পাড় এলাকায় এক মর্মান্তিক বিস্ফোরণে পাঁচ জন দগ্ধ হয়েছে।
শনিবার (১৫ মে) রাত সাড়ে আটটার দিকে এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, লিটন নামের এক ব্যক্তির ঘরে বিস্ফোরণের ঘটনা ঘটে। তারা বাসায় আড্ডা দেওয়ার সময় সিগারেটের ‘গ্যাস লাইটার’ থেকে আগুন লেগে এই পাঁচজন দগ্ধ হয়েছেন। বিস্ফোরণে আহত সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
তারা হলেন- প্রদীপ দাশ (৫২), মধুসূদন দত্ত (৪৫), যদু বিশ্বাস (৫৫), পংকজ দে (৪০) ও কিশোর কুমার দে (৪২)।
এবিষয়ে বাকলিয়া থানার ওসি রুহুল আমিন গণমাধ্যমকে বলেন, আড্ডা দেয়ার সময় লাইটার দিয়ে সিগারেট ধরাতে গিয়ে বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে বলে জেনেছি। ফায়ার সার্ভিসের পরিদর্শনে বিস্ফোরণের মূল কারণ জানা যাবে বলেও জানান তিনি।
Leave a Reply