মানুষের ভোগান্তির যেন শেষ নেই।বাঁশের সাঁকো দিয়ে উঠতে হয় সেতুতে। ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের মক্রমের খালের ওপর প্রায় ১০ বছর আগে একটি সেতু নির্মাণ করা হয়।
স্থানীয়রা জানান, এই সেতু দিয়ে বলরামপুর, কাশিপুর, রামনাথপুর,বাকপাড়া, গিলাগড়াসহ প্রায় ১০ গ্রামের কয়েক হাজার মানুষ চলাচল করে। সেতুটি ১০ বছর আগে নির্মাণ করা হয়েছিল। কিন্তু সেটির দুই পাশে গভীর খাদে মাটি ভরাট করা হয়নি। ফলে ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে মানুষ চলাচল করে। শুধু তা-ই নয়, নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী ঝুঁকি নিয়ে পার করতে হয়।
উপজেলা প্রকৌশলী শাহিনুর ফেরদৌস বলেন, আমি জায়গাটিই চিনতে পারছি না। আমরা নির্মাণ করেছি কি না বলতে পারছি না। আমি সেতুটি সম্পর্কে খোঁজ নিয়ে বলতে পারব। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিকুজ্জামান বলেন, আমি বিষয়টি সম্পর্কে অবগত নই। আমরা খোঁজ নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
Leave a Reply