ফাস্টবিডিনিউজ ডেস্ক : গতকাল কুমিল্লা জেলার লাকসাম উপজেলায় গোবিন্দপুর ইউনিয়নের নারায়াণপুর গ্রামের মাহফিলে স্থানীয় ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীম-এর নেতৃত্বে তার গুণ্ডাবাহিনী বক্তার গাড়ি ভাংচুর করে।
মাহফিলে আলোচনা চলাকালীন স্বঘোষিত এই চেয়ারম্যান তার স্বসস্ত্র বাহিনী নিয়ে মাহফিলস্থলে এসে মাহফিলে গণ্ডগোল সৃষ্টি করে। তারপর অকথ্য ভাষায় মাহফিলে আগত শ্রোতাগণকে গালিগালাজ শুরু করে এবং আয়োজকগণকে হুমকি দিয়ে বলতে থাকে- আমি গুণ্ডা-মাস্তান থেকে চেয়ারম্যান হয়েছি। যারা মাহফিল আয়োজন করেছো আমি তাদেরকে খুন করবো,কারো লাশ খুঁজে পাওয়া যাবে না। তাদের ঘরবাড়ি মরুভূমি বানিয়ে দিবো।মায়ের পেট থেকে বের করে জবাই করবো–এরকম অকথ্য ও অশালীন কথাবার্তা বলতে থাকে। উপস্থিত হাজার হাজার জনতা ক্ষুব্ধ হয়ে গেলে পরিবেশ ঘোলাটে হওয়ার আশঙ্কায় বক্তা সাথে সাথে মোনাজাত দিয়ে মাহফিল শেষ করে।
অতঃপর বক্তা স্টেইজ থেকে নেমে নিরাপত্তার স্বার্থে পুলিশে ফোন করে পুলিশ প্রোটেকশন নেয়। এরই মধ্যে চেয়ারম্যান তার লালিত পালিত গুণ্ডাদেরকে নিয়ে এলাকায় বিভিন্ন গাড়ি পুড়িয়ে দেয়াসহ মাহফিলে আগত বহু লোককে আক্রমণ করেছে। পুলিশ আসতে আসতে তারা বক্তা গাড়িও ভাংচুর করেছে। অবশেষে পুলিশ বক্তাকে নিরাপত্তা দিয়ে বক্তা ও তার সঙ্গীদের নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছেন।
স্থানীয় লোকজন সাথে কথা বলে জানা যায় ওই চেয়ারম্যান জনগণের সেবক না হয়ে শোষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। বক্তার সাথে কথা বলে জানা যায় তার ড্রাইভার ও সফরসঙ্গীগণ নিরাপদ এবং ভালো আছে।ওনি দেশ-বিদেশের যারা ওনাদের খোজ খবর নিয়েছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিচ্ছেনএবং সকলের কাছে দোয়া চেয়েছে।ওনাকে নিরাপত্তা দেয়ার জন্য পুলিশের ভাইদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছেন।
Leave a Reply