শুক্রবার ভোরে জেলার সীতাকুণ্ড থানার জঙ্গল সলিমপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকায় স্ত্রীকে আটক করেছে পুলিশ।
আটক লায়লী বেগম ওই এলাকার আবুল হাশেমের স্ত্রী।
সীতাকুণ্ড থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২৭ বছরের সংসার জীবনে আবুল হাশেম ও লায়লী বেগম ছিলেন নিঃসন্তান। এ নিয়ে প্রায় দুইজনের মধ্য ঝগড়া হতো। সম্প্রতি হাশেম দ্বিতীয় বিয়ের প্রস্তুতি নেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়া মারাত্মক আকার ধারণ করে।
তিনি আরো বলেন, এ নিয়ে সামাজিকভাবে বৈঠকও হয়। কিন্তু ঘর থেকে লোকজন যাওয়ার পরই আবারো তাদের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। এর জেরে স্বামীর স্পর্শকাতর স্থানে লাথি মারেন স্ত্রী। এতে আবুল হাশেমের মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত থাকায় স্ত্রীকে আটক করা হয়েছে।
Leave a Reply