হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুরে একটি ব্রীজের জন্য ভোগান্তিতে ৬ গ্রামের কয়েক হাজার মানুষ। ঝুঁকিনিয়ে প্রতিদিন চলাচল করছেন লোকজন। মাধবপুর পৌরসভার শিবপুর গ্রামের শেষ প্রান্তে বোয়ালিয়া নদীর উপর নির্মিত ব্রীজটি গত কয়েক বছর আগে বন্যায় ভেঙ্গে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে ৬ গ্রামের লোকজন। মারাত্মক ঝুঁকি নিয়ে লোকজন বাঁশ নিয়ে জোড়াতালি নিয়ে মেরামত করা ব্রীজ দিয়ে চলাচল করছে।
পন্য ও রোগী নিয়ে শহরে আসা কষ্টকর হয়ে পড়েছে বুল্লা, বানেশ^র, মাঝিসাইর, ছাতিয়াইন, জোয়ালভাঙ্গা গ্রামের কয়েক হাজার মানুষের। বাঁশ দিয়ে ব্রীজের দু পাশে রিক্সা, সিএনজি ও মোটর সাইকেল চলাচল করার ব্যবস্থা করা হলেও তার জন্য গুনতে হচেছ অতিরিক্ত টাকা। ব্রীজটি দ্রæত সংস্কার করার দাবি জানান এলাকাবাসী।
জোয়াল ভাঙ্গা গ্রামের মানিক মিয়া জানান, মোটর সাইকেল, সিএনজি, বিভাটেক নিয়ে আসতে হয়। ব্রীজটি অতি ঝুকিপূর্ন। বাঁশের উপর দিয়ে আসতে হয়। গত ৩/৪ বছর আগে বন্যায় ব্রীজটি নষ্ট হয়ে গেছে। আমরা রিস্কের মধ্যে আসা যাওয়া করি। তাছাড়া ব্রীজটি পাড় হতে একজন যাত্রীকে ৫ টাকা করে দিতে হয়। গাড়ি পার হলে ১০ টাকা করে দিতে হয়।
রিক্সা চালক বাবুল মিয়া জানান, ব্রীজটি ভাল না থাকায় বৃষ্টি হলে আমাদের ভাই, বোন স্কুল আসতে পারে না। রোগী নিয়ে আসাও সম্ভব হয় না ভাঙ্গা ব্রীজের জন্য। গাড়ি চালাতে হলে ১০ টাকা করে দিতে হয়। আমরা খুব বিপদে আছি। শিবপুর গ্রামের সুফিয়া বেগম জানান, মানুষ চলাচল করতে কষ্ট হয়। তাই আমরা বাঁশ দিয়ে ব্রীজটি টিক করেছি। তারা গাড়ি নিয়ে আসা যাওয়া করে আমাদের ৫/১০ টাকা করে দেয়। জোয়ালভাঙ্গা গ্রামের জগত আনন্দ গোস্বামী জানান, গত ৩/৪ বছর আগে ব্রীজটি ভেঙ্গে যায়। যাতায়াতে খুব অসুবিধা হয় আমাদের।
মাধবপুর উপজেলা প্রকৌশলী মোঃ জুলফিকার হক চৌধুরী জানান, বোয়ালিয়া নদীর উপর ব্রীজটি ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায়,পূর্ন নির্মান করার জন্য সয়েল টেষ্ট করা হয়েছে। বিভিন্ন প্রকল্পে প্রস্তাব পাঠানো আছে অনুমোদন হলেই কাজ শুরু হবে।
Leave a Reply