হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে নালুয়া চা বাগানের ম্যানেজারের বিরুদ্ধে গাছ পাচারের অভিযোগ এনে শ্রমিকরা আন্দোলনে নেমেছেন।
শনিবার সকাল থেকে কাজ বন্ধ করে তারা আন্দোলন শুরু করেন। এ সময় শ্রমিকরা বাগানের ফ্যাক্টরীর ও অফিসে তালা ঝুলিয়ে ম্যানাজারের অপসারণ দাবিতে শ্লোগান দিতে থাকেন।
এ সময় বাগান উপস্থিত ছিলেন, পঞ্চায়েত কমিটি’র সভাপতি উপেন্দ্র উড়াং, সাধারণ সম্পাদক সমাকান্ত মুন্ড, বাগানের মেম্বার নটবর রুদ্রপাল, মাখন গোস্বামী, শ্রমিক নেতা স্বপন তাঁতীসহ আরও অনেক শ্রমিক নেতা।
এ সময় শ্রমিকরা বলেন, বাগান ম্যানেজার ইফতেখার এনাম রালুয়া চা বাগানের সেগুন কাঠ অন্যত্র পাচার করে দিয়েছেন। এটি তিনি নতুন করেননি, এর আগেও একাধিকবার তিনি চা বাগানের মূল্যবান কাঠ পাচার করেছেন। বিষয়টি সম্পর্কে চা শ্রমিক নেতৃবৃন্দ ম্যানেজারের কাছে জানতে চাইলে উল্টো তিনি শ্রমিক নেতাদের সাথে দূর্ব্যবহার করেন।
Leave a Reply