হবিগঞ্জ প্রতিনিধি:তাপদাহে চারদিকে কাঠফাটা রৌদ্র। প্রকৃতি তার রুক্ষতা ছাপিয়ে নিয়মমতো আপন মহিমায় নিজেকে মেলে ধরেছে। পসরা সাজিয়েছে বিভিন্ন রঙয়ের হাজারও ফুলে। সবুজ কচি পাতার ফাঁকে আগুন রূপের মোহময়তা নিয়ে মুগ্ধতা ছড়াচ্ছে কৃষ্ণচূড়া। চলতে পথে হঠাৎ করে পথিকের চোখে এনে দিচ্ছে শিল্পের দ্যোতনা। মন ছুঁয়ে রঙিন হয়ে যায়। অবাক হয়ে সে সৌন্দর্য উপভোগ করছে সবাই। এমনই নয়নাভিরাম কৃষ্ণচূড়া ফুলের মায়ায় জড়িয়েছে হবিগঞ্জের বিভিন্ন স্থানে। এ যেন এক কৃষ্ণচূড়ার ক্যাম্পাস।
গ্রীষ্মের শুরুতেই ক্যাম্পাস যেন লাল রঙে ছেঁয়ে গেছে। সূর্যের সবটুকু উত্তাপ কেড়ে নিয়েছে টুকটুকে লাল কৃষ্ণচূড়া। প্রখর রোদে পুড়ে জানান দিচ্ছে তার সৌন্দয্যের বার্তা। প্রকৃতিতে নীল আকাশের ক্যানভাসে জ্বলছে গাঢ় লাল রঙে। এ যেন লাল রঙের এক মায়াবী ক্যানভাস। মাধবপুর উপজেলা প্রশাসন, গ্যাস ফিল্ড, কাচারী, পূর্বমাধবপুর, মাধবপুর থানা সহ প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট বড় কৃষ্ণচূড়া গাছগুলো আলোক ছটায় তার দ্যুতি বিলিয়ে দিচ্ছে। বিভিন্ন একাডেমিক ভবনের সামনেও গাছগুলোর নজর কাড়ছে সে দৃশ্যে। সবুজ সবুজ চিকন পাতা।
ফাঁকে ফাঁকে লাল লাল কৃষ্ণচূড়া ফুল। তার ফাঁক গলিয়ে পাখিদের উড়াউড়ি। হালকা বাতাসে যখন ডালগুলো দোল খায় মনে দোলা দিয়ে যায়। লাল, কমলা, হলুদ ফুল এবং উজ্জ্বল সবুজ পাতা আকর্ষণ করে। কৃষ্ণচূড়ার ঝরে পড়া পাপড়িতে সবুজ ঘাসের উপর সৃষ্টি করেছে যেন রক্তলাল পুষ্পশয্যার। দেখলেই যেন চোখ জুড়িয়ে যায়। ‘কৃষ্ণচূড়ার আগুন রঙে পুড়ছে প্রেমিক মন, পুড়বে জেনেই অনল পানে পতঙ্গের আস্ফালন।’ কৃষ্ণচূড়ার রূপের আগুনে প্রকৃতি প্রেমিকদের হৃদয় ঠিকই পুড়ছে। এমন রূপের আগুনে আরও বেশি পুড়ে যেতে চায় ওই পোড়া হৃদয়গুলো।
‘কৃষ্ণচূড়া ঝরা পথে হাঁটবো দুজন একসাথে, হাতে রেখে হাত মনের সুখে।’ গাছগুলো ফুলে ফুলে ভরে উঠেছে ঠিকই। কিন্তু প্রেমিক হৃদয়ের আকাঙ্খা পূরণে ব্যর্থ। মনতলা শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আক্তার হোসাইন বলেন, গ্রীষ্মের ঘামঝরা দুপুরে একমুঠো স্বস্তি টুকটুকে লাল কৃষ্ণচূড়ার ছায়ায়। কিন্তু নয়নাভিরাম কৃষ্ণচূড়ার ছবি যখন ফেসবুকে দেখি মন আনচান করে। মাধবপুর প্রেসক্লাব সেক্রেটারী সাব্বির হাসান বলেন, অপরূপ সাজে সজ্জিত হচ্ছে প্রতিটি ঋতুতে ঠিকই। কিন্তু সে সৌন্দর্য অনেকটাই ¤øান। এ ফুলের হৃদয় কাড়া অগ্নিরঙ সত্যি বিমোহিত করে। রক্তিম রঙে হৃদয় কেড়ে নেয়।
Leave a Reply