হবিগঞ্জে র্যাব কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা ও চাঁদাবাজি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে হবিগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে র্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
গ্রেপ্তারকৃতরা হলো- মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাকশাইল গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে মো. কাউছার মিয়া (৩৯), হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার পূর্ব বাগুনিপাড়া গ্রামের মৃত আহম্মদ শাহর ছেলে মো. ফয়সল শাহ (৩৫) এবং চুনারুঘাট উপজেলার টেকেরঘাট গ্রামের মো. রজব আলীর ছেলে মো কামাল মিয়া (২২)।
র্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের সিনিয়র এএসপি একেএম কামরুজ্জামান জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র নিজেদের র্যাব কর্মকর্তা পরিচয় দিয়ে নিরিহ মানুষকে হুমকি, প্রতারণা ও বিকাশের মাধ্যমে চাঁদাবাজি করে আসছিল।
শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়।
Leave a Reply