লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অভিযান চালিয়ে ৪০৫ পিচ ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য মোফাজ্জল হোসেন মক্কাকে আটক করেছে র্যাপিট এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩)। এ সময় আরো দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
রবিবার (১৪ মে) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩)।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের পশ্চিম কাদমা এলাকার নজিবর রহমান (কাঞ্চন) এর ছেলে মোফাজ্জল হোসেন মক্কা (সাবেক ইউপি সূস্য) (৪০), মিজানুর রহমান (৩৫) এবং মোঃ মোহর উদ্দিনের ছেলে নুর মোহাম্মদ (২৫)।
র্যাব-১৩ এর প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার রাত ৯টার দিকে র্যাব-১৩ এর একটি চৌকস দল ঐ উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের পশ্চিম কাদমা এলাকায় অভিযান চালিয়ে সাবেক ইউপি সদস্য মোফাজ্জল হোসেন মক্কার বসত ঘর হতে ৪০৫ পিচ ইয়াবাসহ ০৩ জন মাদক ব্যবসায়ী আটক করে নিয়ে যায়। পরে র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীগন দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজসে মাদক ব্যবসা করে আসছে বলে স্বীকার করে।
তাদের সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাবের গোপন অনুসন্ধান চলছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে, র্যাব বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি মাদক মামলা রুজু করেছে এবং আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
হাতীবান্ধা থানার ওসি শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ দুপুরে আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply