ময়মনসিংহের হালুয়া ঘাটে ব্যাগভর্তি দেশীয় অস্ত্রসহ দুই ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল(শুক্রবার) রাত (৮)টার দিকে হালুয়াঘাটের নাগলা বাজার এলাকা থেকে তাদের আটক করে হালুয়াঘাট থানা পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের মতে, ছাত্রলীগের কিছু সক্রিয় সদস্য নাগলা বাজারে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সিয়াম(১৭)স্কুল ছাত্রের উপর হামলা করার চেষ্টা করলে স্থানীয় এলাকাবাসী দেশীয় অস্ত্র সহ ২ জন কে আটক করে পুলিশে সোপর্দ করে। তাদের একজন ১২ নং স্বদেশী ইউনিয়নের ছাত্রলীগের কর্মী জাহিদ(২০) এবং মাসুম(২১)।
কিছু দিন আগে স্কুল চলাকালীন সময় দলবল নিয়ে ছাত্রলীগের কিছু সদস্য সিয়ামকে মারধর করে।পরে সিয়াম ও তার পরিবার এর বিচার চাইতে গেলে গতকাল জাহিদ ও মাসুম এর নেতৃত্বে একাধিক ছাত্রলীগ সদস্য দেশীয় অস্ত্র নিয়ে সিয়ামের উপর হামলা করতে গেলে স্থানীয়রা জাহিদ ও মাসুম কে আটক করলেও বাকি সদস্যরা পালিয়ে যায়।
Leave a Reply