হালুয়াঘাটে ভারতীয় বন্য হাতির আক্রমণ করে মানুষ হত্যা যেনো থামছেই না। আলতাব উদ্দিন নামের এক ব্যক্তিকে গতকাল ১৩.০৫.২৪ রাত ৩:৩০ মিনিটে ভারতীয় বন্য হাতির আক্রমণ করে হত্যা করে ওনার বয়স হয়েছিলো ৭০, ওনি বানাইচিরিঙ্গিপাড়া গ্রামের ১ নং ভূবনকুড়া ইউনিয়ন হালুয়াঘাটের বাসিন্দা। জানাযায় দিনে অতিরিক্ত গরমের কারনে চাঁদের আলোয় বোর ধান কাটতে ফসলি জমির ধান কেটে সীমান্ত ঘেষা ধোপাজুরি বর্ডার থেকে ধান আনার সময় হাতে রাতের আঁধারে আক্রমণ করেন ভারতীয় বন্য হাতির পাল, সুর দিফ পেঁচিয়ে ও পায়ের নিচে পৃষ্ট করে হত্যা করেছে বলা স্হানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা যায় ।
Leave a Reply