1. iamparves@gmail.com : admin :
  2. hdtariful@gmail.com : Tariful Romun : Tariful Romun
  3. shohagkhan2806@gmail.com : Najmul Hasan : Najmul Hasan
  4. janathatv19@gmail.com : Shohag Khan : Shohag Khan
  5. ranaria666666@gmail.com : Sohel Rana : Sohel Rana
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০২:১৮ পূর্বাহ্ন

২০০ কিলোমিটার বাইসাইকেল চালিয়ে পদ্মা সেতু দেখতে গেলেন রাইসমিল শ্রমিক

হামিমুর রহমান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২

ময়মনসিংহ প্রতিনিধিঃ
নানা চড়াই-উৎড়াই পেরিয়ে প্রমত্তা নদীর বুকে নির্মিত দেশের সবচেয়ে বড় অবকাঠামো পদ্মা সেতু মহাধুমধামে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু উদ্বোধনের আনন্দ শুধু মুন্সিগঞ্জের মাওয়া ও মাদারীপুরের জাজিরা প্রান্তেই নয়। এই আনন্দ ছড়িয়ে পড়েছে দেশব্যাপী। সেই আনন্দে অংশ নিতে ২০০ কিলোমিটার বাইসাইকেল চালিয়ে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে যান মো. সুজন মিয়া (২৯) নামের এক রাইস মিল মিলের শ্রমিক।

মো. সুজন মিয়া ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের রুকনাকান্দা গ্রামের মো. মাহমুদ আলীর ছেলে। তিনি স্থানীয় রাইস মিলে শ্রমিক হিসাবে কাজ করেন।

ইচ্ছা থাকলেও পারিবারিক অভাব অনটনে কারণে লেখাপড়া করা হয়নি সুজনের। তবে, চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়েছেন। এরপর আর কোন দিন স্কুলে যাওয়া হয়নি তার। তখন থেকেই মানুষের টুকটাক কাজ করে ও ঘুরাফেরা করে দিন কাটাতেন। কিন্তু বাইসাইকেল চালানোর শখ ছিল খুব বেশি। বাইসাইকেল চালিয়ে আগেও অনেক জায়গায় সফর করেছেন। তবে, বাইসাইকেল চালিয়ে পদ্মা সেতু দেখতে যাওয়াটাই তার কাছে ছিল সবচাইতে বড় চ্যালেঞ্জ, তিনি সফলও হয়েছেন।

সুজন বলেন, ১৭ বছর যাবত আমি বিভিন্ন জায়গায় শ্রমিকের কাজ করেছি। তবে, সাইকেল চালানোর শখ ছিল। যে কারণে আমি নিয়মিত সাইকেল চালিয়ে এক জেলা থেকে অন্য জেলায় যাই। আমার ইচ্ছা ছিল সাইকেল চালিয়ে পদ্মা সেতু দেখতে যাব, সেই ইচ্ছা থেকেই গত শুক্রবার (২৪ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে নিজের বাড়ি থেকে সাইকেল নিয়ে রওনা দেই। পরে ময়মনসিংহের ত্রিশালে গিয়ে জুমার নামাজ পড়ি। সেখান থেকে ভালুকা গিয়ে দুপুরের খাবার খেয়ে আবারও রওনা দেই। সন্ধ্যা ৬ টার দিকে ঢাকার এয়ারপোর্ট এলাকায় আমার বোনের বাসাতে যাই। পরদিন শনিবার (২৫ জুন) ভোররাত ৪ টার দিকে বোনের বাসা থেকে সাইকেল নিয়ে রওনা করি। পথে অনেক বাধা অতিক্রম করতে হয়েছে। পথে এক জায়গায় পুলিশ আমাকে চেক করে যেতে মানা করে। পরে অনেক অনুরোধ করার পর পুলিশ আমাকে যেতে দেয়। আমি তো ওইসব জায়গার নাম জানি না। একপর্যায়ে বাইপাস নামক একটি রোড থেকে আমাকে আর যেতে দেয়া হয়নি। সেখান থেকে গুগল ম্যাপ ও মানুষের কাছে জিজ্ঞাসা করে করে কম করে হলেও ৩০ কিলোমিটার ঘুরে পদ্মা সেতুর কাছে যেতে যেতে বেলা সাড়ে ১১ টা বেজে যায়। সেখানে যাওয়ার পর ১০ থেকে ১৫ মিনিটের জন্য পদ্মা সেতুতে উঠার জন্য অনুমতি দেয়া হয়েছিল। সেই সুযোগে পদ্মা সেতুতে উঠি। সেখানে কেউ কেউ ভিডিও করছেন আবার কেউ কেউ ছবি তুলেছেন। কিন্ত, আমার মোবাইলে চার্জ না থাকায় আমি কোন ছবি তুলতে পারিনি। তবে, কয়েকজন সাংবাদিক বড় ক্যামেরা দিয়ে আমার সাক্ষাতকার নিয়েছেন। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর সবাইকে সেতু থেকে নামিয়ে দেয় পুুুুলিশ। সেখান থেকে নেমে মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক জায়গায় খোঁজাখোঁজি করেছি। কিন্তু, উনাকে দেখতে পারিনি। সেখানে বঙ্গবীর কাদের সিদ্দিক্কী স্যারের সাথে দেখা হয়েছিল, তার সাথে কথাও বলেছি। কিন্তু প্রধানমন্ত্রীকে দেখার ইচ্ছাপুরণ হলো না। তবে, পদ্মা সেতু দেখেছি বলে নিজেকে শান্তনা দিয়ে সাইকেলে করে ওই দিন সন্ধ্যা ৬ টার দিকে আবারও ঢাকার এয়ারপোর্ট বোনের বাসায় এসে রাতে থাকি। রাত কাটিয়ে রবিবার (২৬ জুন) সকালের দিকে রওনা দিয়ে বিকালের দিকে বাড়িতে পৌছাই।

সুজন বলেন, এর আগেও বাইসাইকেলে করে আমি ঢাকার এয়ারপোর্টে দুইবার গিয়েছি। এছাড়াও নেত্রকোনার দুর্গাপুর ও কিশোরগঞ্জের মিঠামইন রাষ্ট্রপতির বাড়ি দেখে এসেছি। ঈদের পরে শ্রীমঙ্গলে যাব। সাইকেলে আমার সর্বশেষ ভুটানে যাওয়ার ইচ্ছা আছে। এজন্য আমি সকলের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার এই ইচ্ছাটা পুরণ করেন।

মো. আরসব আলী বলেন, সুজন আমার বাতিজা হয়। যাওয়ার আমার কাছ থেকে দোয়া নিয়ে গেছে। আমি বলেছিলাম, এত দুরে কিভাবে যাবি? সে বলেছিল, আমার জন্য দোয়া করবেন। আমি যেন পদ্মা সেতু দেখতে পারি।

প্রতিবেশি আব্দুল গনি বলেন, সে ছোট থেকেই অনেক ভাল সাইকেল চালাতে পারে। সে গত বছরের অক্টোবরে কিশোরগঞ্জের মিঠামইন রাষ্ট্রপতির বাড়িতে গিয়েছিল। সেখান থেকে এসে আমাদের সবাইকে সেখানকার ভিডিও দেখিয়েছিল।

এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুস বলেন, আমি যতদুর জানি, সুজন বাইসাইকেল চালানোতে খুব পারদর্শী। সে পদ্মা সেতু ছাড়াও নেত্রকোনার দুর্গাপুর ও কিশোরগঞ্জের মিঠামইন গিয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৭
  • ১২:৩১
  • ৫:০০
  • ৬:৫৬
  • ৮:১৩
  • ৬:০৩