পানির কলসিতে করে অভিনব কায়দায় ভারত থেকে বাংলাদেশে পাচারকালে প্রায় দুই কোটি টাকা মূল্যের ১৪৮ পিস হীরার আংটি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় একজন নারী চোরাচালানিকেও গ্রেফতার করা হয়েছে।
বিজিবির ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মাহমুদ জানান, সোমবার সকালে সাতক্ষীরার ভোমরার লক্ষ্মীদাঁড়ি সীমান্ত দিয়ে এই হীরার আংটি পাচার করা হচ্ছিল।
গ্রেফতারকৃত নারী জানান, ভারতীয় এলাকা থেকে একজন নারী তার কাছে এই আংটিগুলো দিলে তিনি তা পানির কলসিতে নিয়ে লক্ষ্মীদাঁড়ি খাল পার করে আনছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে বিজিবির একটি দল ওই নারীর কাছ থেকে তা আটক করে। এর মধ্যে ৫৪টি বড় ও ৯৪টি ছোট আকারের আংটি রয়েছে। এর দাম এক কোটি ৮৮ লাখ টাকা বলে জানান তিনি।
গ্রেফতার হওয়া ওই নারী চোরাচালানির নাম রেবেকা খাতুন। লক্ষ্মীদাঁড়ি গ্রামের সাহেব আলির স্ত্রী তিনি।
Leave a Reply