ময়মনসিংহের ৮০ শতাংশ পথশিশু মাদকাসক্ত। সমাজে তাদের কোনো পরিচয় না থাকায় সরকারি কোনো সুযোগ সুবিধার আওতায় আনা যাচ্ছে না। জেলার ১০টি এতিমখানায়ও তাদের সংকুলান করা যাচ্ছে না। ফলে পথশিশুরা অবহেলা অযত্নে জড়িয়ে পড়ছে নানা অপরাধে।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাবে ‘সুবিধাবঞ্চিত পথশিশুদের জন্মনিবন্ধন, আবাসন এবং অধিকার সংরক্ষণে প্রশাসন, মিডিয়া ও কমিউনিটির ভূমিকা’ শীর্ষক মিডিয়া ক্যাম্পেইনে বক্তারা এসব কথা বলেন। কারিতাসের পথশিশুদের স্বপ্নের রুপায়ন প্রকল্প (ড্রিম) এই ক্যাম্পেইনের আয়োজন করে।
পথশিশুদের প্রতি সাংবাদিকদের ভূমিকার বিষয়ে বক্তারা বলেন, পথশিশুরা সমাজের সব শিশুর মতো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। এ জন্য সরকারের পাশাপাশি সাংবাদিকরাও তাদের সুরক্ষায় বিশেষ ভূমিকা পালন করতে পারেন।
কারিতাসের কর্মসূচি কর্মকর্তা মিস রোজিনা সাংমা, ড্রিম প্রকল্পের প্রতিবেদন এবং ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করেন।
পথশিশুদের জন্মনিবন্ধন, আবাসন ও অধিকার সংরক্ষণে প্রশাসন, মিডিয়া এবং কমিউনিটির ভূমিকা বিষয়ে নোট উপস্থাপনা করেন এনপিএস’র চেয়ারম্যান অ্যাডভোকেট লিটন দাস।
সংবাদ সম্মেলন শেষে মুক্ত আলোচনায় অংশ নিয়ে বেশ কয়েকজন সাংবাদিক তাদের মতামত তুলে ধরেন।
Leave a Reply