৯ টা হা’স’পা’তা’ল ঘুরে ঘুরেও চিকিৎসা পা’য়নি এই শিশু।অবশেষে বা’বার কোলেই মারা গেলো এই নিস্পাপ শিশু।আল্লাহ এই শিশুকে জান্নাত দান করুন!এবং তার উসিলায় তার মাতা-পিতাকে ক্ষমা করে দিন!
এই শিশু কেন চিকিৎসা পেলো না তা এখন ও বিস্তারিত জানা যায় নি?
আহ! হয়তো এই শিশুর বাবার অতিরিক্ত টাকা নাই,তাই হাসপাতালে মোটা অংকের টাকা দিতে পারেন নাই,তাই কোন হাসপাতালে ভর্তি করে নাই,আসলে বর্তমান ডাক্তার রা শুধু টাকা চিনেন,তবে তার মধ্যেও কিছু ভালো ডাক্তার আছেন,যারা গরীব দের সাহায্য করেন,এবং তারা ফ্রি সাহায্য করে থাকেন,কিন্তু তাদের মধ্যে ও কিছু অমানুষ আছে,যারা শুধু টাকা চিনে,হয়তো এই অমানুষদের কারনে আজ এই নিস্পাপ শিশুটি চিকিৎসা না পেয়ে মারা গেছে,আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন,এবং এই শিশুটিকে জান্নাতুল ফেরদাউস দান করুন,আর তার মাতা পিতাকে সবরে জামীলের তাওফিক দান করুন৷ আমীন
Leave a Reply