আফগানিস্তান বনাম বাংলাদেশ ম্যাচের আগে অস্ট্রেলিয়ান অধিনায়ক মিশেল মার্শ বলেছিলেন কাম অন বাংলাদেশ।
কিন্তু বাংলাদেশের উপর রাখা আস্থার প্রতিদান দিতে ব্যার্থ শান্ত বাহিনী, উলটো হেরে শেষ করলো নিজেদের সেমিফাইনাল স্বপ্ন। আর বিশ্বকাপ থেকে ছিটকে গেলো অজিরাও। ডেভিড ওয়ার্নার ও জানিয়ে দিলেন, তার অবসরের কথা। বহু রেকর্ড নিজের করে অবসর নিলেন ওয়ার্নার। অস্ট্রেলিয়ার জার্সিতে ১১০ ম্যাচে করে করেছেন ৩২৭৭ রান, প্রায় সাড়ে ৩৩ গড়ে তার স্ট্রাইকরেট ছিলো ১৪২। অজিদের পক্ষে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে তিনিই সর্বোচ্চ রান সংগ্রাহক। তবে নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়, থামতে হয়েছে ওয়ার্নারকেও
Leave a Reply