1. iamparves@gmail.com : admin :
  2. najmulhasan7741@gmail.com : Najmul Hasan : Najmul Hasan
  3. janathatv19@gmail.com : Shohag Khan : Shohag Khan
শনিবার, ১৮ মে ২০২৪, ০৮:০৫ অপরাহ্ন

‘শান্তি মশাল’ এর শর্ট ভিডিও কনটেস্ট-২০২১

আজিজুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুন, ২০২১

জাককানইবি প্রতিনিধি: সমাজে শান্তি প্রতিষ্ঠায় ও সুন্দর সমাজ গঠনে সচেতনতার প্রয়োজন। সচেতনতা সৃষ্টিতে তরুণ প্রজন্ম থেকে শুরু করে সকলের ক্ষুদ্র ক্ষুদ্র অবদানের মাধ্যমে সমাজ থেকে বৈষম্য,কুসংস্কার দূর করা সম্ভব। সবাইকে তার নিজস্ব চিন্তাধারায় সমাজ পরিবর্তন করতে এগিয়ে আসার আহ্বানে শান্তি মশাল আয়োজন করছে “শান্তি মশাল শর্ট ভিডিও কনটেস্ট” শিরোনামের একটি আকর্ষণীয় ভিডিও প্রতিযোগিতা। “Let’s remove darkness, spread awareness” শীর্ষক স্লোগানকে সামনে রেখে এই কনটেস্ট টি আয়োজিত হতে যাচ্ছে। অংশগ্রহকারীদের মাঝে সেরা ৩ বিজয়ীর জন্য থাকছে শান্তি মশালের পক্ষ থেকে উপহার!

প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ভিডিও জমাদান শুরু হয়েছে জুন মাসে ২ তারিখ যা চলবে এই মাসের ১৮ তারিখ পর্যন্ত। বাংলাদেশের অবস্থিত সকল নাগরিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।বিচারক কর্তৃক বাছাইকৃত সেরা তিনটি ভিডিও নির্বাচিত করে পুরস্কৃত করা হবে। প্রতিযোগিতা পাঁচটি ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে – ডকুমেন্টারি, শর্ট ফিল্ম, সচেতনতা মূলক ভিডিও, শিক্ষামূলক ভিডিও এবং পারফরম্যান্স আর্ট। ভিডিও কনটেস্ট এর বিষয়বস্তুগুলো হল-শান্তি প্রতিষ্ঠায় তরুনদের ভূমিকা, সাইবার বুলিং- এর বিরুদ্ধে সচেতনতা, কোভিড-১৯ সম্পর্কে সচেতনতা, ধর্মীয় সম্প্রীতি, লিঙ্গ সমতা এবং নারী।

প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলি- ভিডিও সর্বোচ্চ ৫ মিনিটের হবে। এর চেয়ে বড় দৈর্ঘ্যের ভিডিও গ্রহণযোগ্য নয়, ভিডিও ফাইল গুগল ড্রাইভে সেভ করে ফর্মের নির্দিষ্ট অংশে সেটির লিংক দিতে হবে, স্কোরিং: ১০ মার্ক বিচারকের হাতে, ১০ মার্ক [লাইক(২),কমেন্ট (৩)ও শেয়ার (৫)এর উপর], রেজুলেশন: সর্বনিম্ন ১২৮০×৭২০ ৫. ফরম্যাট: .MP4, .AVI, একজন সর্বোচ্চ দুইটি ভিডিও জমা দিতে পারবেন এবং স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী,পেশাজীবীসহ সবাই অংশগ্রহণ করতে পারবে।

উল্লেখ্য শান্তি মশাল প্রকল্পটি মূলত ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত ‘নেটওয়ার্ক ফর রিলিজিয়াল অ্যান্ড ট্র্যাডিশনাল পিসমেকার্স’ এর আওতায় আহা (অ্যাওয়ারনেস উইথ হিউম্যান অ্যাকশন) প্রজেক্টের একটি উদ্যোগ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৫
  • ১২:২৮
  • ৫:০২
  • ৭:০৭
  • ৮:৩০
  • ৫:৪৬