1. iamparves@gmail.com : admin :
  2. najmulhasan7741@gmail.com : Najmul Hasan : Najmul Hasan
  3. janathatv19@gmail.com : Shohag Khan : Shohag Khan
শনিবার, ১৮ মে ২০২৪, ১০:২০ অপরাহ্ন

“উইমেন লিডার্স” প্রকল্পের নিবন্ধ প্রতিযোগিতা

জাককানইবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৩ এপ্রিল, ২০২১

আজিজুল ইসলাম: করোনা ভাইরাসের বিস্তারে বিশ্বের প্রায় প্রতিটি দেশের অর্থনৈতিক খাতগুলো মুখ থুবড়ে পড়েছে। ঘরবন্দী হওয়ায় কর্মহীন হয়ে পড়েছে অসংখ্য মানুষ। এ ধরনের পরিস্থিতিতে নারীর প্রতি সহিংসতা বেড়েই চলেছে। পৃথিবী যতই নভেল করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশে দেশে কয়েক মাস লকডাউন জারি রাখুক না কেন, নারী ও কন্যা শিশুদের প্রতি সহিংসতায় কিন্তু কোনো লকডাউন হয়নি এবং এই অভূতপূর্ব পরিস্থিতিতে বাড়িকেই সর্বাধিক নিরাপদ আশ্রয় হিসেবে গণ্য করা হলেও, অসংখ্য নারীর কাছেই গৃহ নিরাপদ আশ্রয় আদৌ হয়ে ওঠেনি। বরং মেয়েদের প্রতি সহিংসতা ও পারিবারিক সহিংসতা ও প্রতিরোধ করা যায়নি।অন্যদিকে নারীদের মানসিক অবস্থা দিন দিন অবনতি দিকে! এই অস্থিরতাকে কমাতে ঘরে বসে নানা কাজে যুক্ত হচ্ছে অনেকে। এ ধরনের মানসিক অবস্থা ও অস্থির জীবন দশা কমিয়ে আনতে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে “উইমেন লিডার্স” প্রকল্প।

যাদের লেখালেখিতে আগ্রহ রয়েছে, লেখালেখির মাধ্যমে শান্তি, সামাজিক সহিষ্ণুতায় ভূমিকা রাখতে চান – তাদের জন্য আয়োজন করছে”নিবন্ধ লেখা প্রতিযোগিতা”।

নিবন্ধের বিষয়বস্তু হিসেবে নির্ধারণ করা হয়েছে
নারী ও জীবন, নারীর সাহসী গল্প, নারী নেতৃত্ব, করোনাকালীন নারীর ভূমিকা, করোনাকালীন নারীর অবস্থা, নারীর জীবন বদলানোর গল্প, নারীর স্বাস্থ্য, বিভিন্ন পেশায় নারীর অবস্থান, নারী শ্রমিক, বিশ্ব নারী দিবসসহ নারী সংশ্লিষ্ট যেকোনো বিষয়।

এই প্রতিযোগিতায় যেসকল বিষয়ে লক্ষ্য রাখতে বলা হয়েছে-১.যেকেউ অংশগ্রহণ করতে পারবেন, ২.লেখার মাধ্যম: বাংলা ও ইংরেজি (উভয়ই), ৩.লেখার নিয়মাবলি:

  • মৌলিক লেখা হতে হবে। (কারো লেখার অংশ উদ্ধৃত করলে রেফারেন্স দিতে হবে।)
  • লেখার শব্দ সীমা ৬০০-৩০০০ শব্দের মধ্যে লিখতে হবে।
  • মোবাইল ফোনে বা ল্যাপটপে অভ্র কির্বোড/ সুতন্বীএমজে ব্যবহার করে লিখতে হবে।
  • লেখার ফন্ট সাইজ অভ্র ১২, সুতন্বীএমজে ১৪ হতে হবে।
  • কোন জাতি, ধর্ম, গোত্র বা দলকে নিয়ে উস্কানিমূলক/ প্রতিহিংসামূলক লেখা গ্রহণযোগ্য হবে না।
  • লেখার সাথে অবশ্যই নিজের নাম, পরিচয়, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, মোবাইল নম্বর ও ইমেইল এড্রেস দিতে হবে,৪. বিচার প্রক্রিয়া: প্রতিটা লেখা বিচারকদের মাধ্যমে বিচার করা হবে ও সর্বমোট ৫০ মার্ক কাউন্ট করা হবে।
    -সব লেখা উইমেন লিডার্স ফেইসবুক পেইজে পোস্ট করা হবে এবং পোস্টের শেয়ার, লাইক ও কমেন্ট এর উপর ১৫ মার্ক কাউন্ট করা হবে।
  • লেখার ধরন, গ্রহণযোগ্যতা, প্রাঞ্জলতা ও বিষয় পর্যালোচনা এর উপর ৩৫ মার্ক কাউন্ট করা হবে। এই প্রতিযোগিতা চলবে ২ রা এপ্রিল, ২০২১ থেকে ৩০ এপ্রিল, ২০২১ পর্যন্ত।অংশগ্রহণকারীদেরকে তাদের লেখা নিচে প্রদত্ত মেইল এড্রেসে (womenleaders2021@gmail.com) শেষ তারিখের পূর্বে প্রেরণ করতে বলা হয়েছে। লেখা ফেইসবুক পেইজে প্রকাশিত করা হবে: ২, মে ২০২১ এবং ফলাফল প্রকাশিত হবে : ২৫ মে ২০২১।বিজয়ী ও অংশগ্রহণকারীদের জন্য থাকছে-১. বিজয়ী ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের জন্য আকর্ষণীয় পুরষ্কার ও ক্রেস্ট প্রদান করা হবে,২. বাছাইকৃত লেখা উইমেন লিডার্স ওয়েব-পোর্টালে প্রকাশ করা হবে,৩. সকল অংশগ্রহণকারীকে সার্টিফিকেট দেয়া হবে।

উল্লেখ্য, উইমেন লিডার্স প্রকল্পটি পরিচালনা করছেন জনাব মো. বাকীবিল্লাহ। তিনি বর্তমানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এই প্রকল্পটি মূলত ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত ‘নেটওয়ার্ক ফর রিলিজিয়াল অ্যান্ড ট্র্যাডিশনাল পিসমেকার্স’ এর আওতায় আহা (অ্যাওয়ারনেস উইথ হিউম্যান অ্যাকশন) প্রজেক্টের একটি উদ্যোগ। যেখানে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যুক্ত আছে ফিন চার্চ এইড, ওয়ার্ল্ড ফেইথ ডেভেলপমেন্ট ডায়ালগ, সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস: ব্রাক বিশ্ববিদ্যালয়সহ বিশ্বের আরও কয়েকটি প্রতিষ্ঠান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৫
  • ১২:২৮
  • ৫:০২
  • ৭:০৭
  • ৮:৩০
  • ৫:৪৬