স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের ভালুকায় ট্রাক চাপায় মোটরসাইকেল চালক আনোয়ার হোসেন (৩৫) নামে যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের স্ত্রী হাসনা (২৫)।
নিহত আনোয়ার হোসেন সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মৃত আব্দুল কাদিরের ছেলে।
শনিবার (৩১ জুলাই) বিকালে পৌনে ৫ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মল্লিক বাড়ী মোড়ে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে ভালুকা হাইওয়ে থানার এসআই জিয়াউল হক বলেন, নিহত আনোয়ার হোসেন ঢাকায় চাকরী করেন। চাকরীতে দিতে সকালে সুনামগঞ্জের ধর্মপাশা থেকে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে ভালুকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মল্লিক বাড়ী মোড়ে আসতেই অজ্ঞাত একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক আনোয়ার হোসেনের মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলের পিছনে থাকা নিহতের স্ত্রী স্বামীর অবস্থা দেখেই জ্ঞান হারান।
পরে স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই নারী এখনো অজ্ঞান অবস্থাতেই আছে। তবে, নিহত আনোয়ার কি চাকরী করতেন তা এখনো জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে ভালুকা হাইওয়ে থানার ওসি মশিউর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে। নিহতের ভাইয়ের সাথে যোগাযোগ হয়েছে। তারা ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলেও জানান তিনি।
Leave a Reply