ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গৌরীপুর সরকারি কলেজের সাবেক ভিপি শহিদুল ইসলাম অন্তর (৪৭) আর নেই। তিনি সোমবার ভোর ৪টা ৪৫মিনিটে হার্ট অ্যাটাকে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে—- রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন।
অচিন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
তার স্ত্রীর বড় ভাই জানান, ভোর ৪টা ৪৫ মিনিটে বিছানায় অচেতন ছিলেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হার্ট এ্যাটাক আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। প্রথম জানাযা সরকারি কলেজ ঈদগাহ মাঠে সকাল সাড়ে ১১টায় দ্বিতীয় জানাযা লংক্ষাখোলা স্কুল মাঠে ২টা ৩০মিনিটে।
Leave a Reply