গুরুদাসপুর(নাটোর)প্রতিনিধিঃ
চলমান কঠোর বিধিনিষেধের মধ্যেই আগামীকাল রোববার (১ আগস্ট) থেকে শিল্প-কারখানা খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। এই খবরে ঈদে বাড়িতে আসা কর্মজীবী মানুষেরা ঢাকায় ফিরতে শুরু করেছেন। যাত্রিদের ভাড়া নেওয়া হচ্ছে ৭০০-৮০০ টাকা।
শনিবার (৩১ জুলাই) সকাল থেকেই গুরুদাসপুরের কাছিকাটা বিশ^রোড মোড়, নয়াবাজার থেকে বৃষ্টি উপেক্ষা করে পণ্যবাহী ট্রাকে গাদাগাদি করে ঢাকায় ছুটছে কর্মজীবী মানুষরা। যাত্রীদের মধ্যে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধির কোনো বালাই দেখা যায়নি।
ঢাকামুখী যাত্রী মাসুদ রানা বলেন, ঈদে বাড়ি এসেছিলাম। আগামীকাল আমাদের কারখানা খুলবে। বাস বন্ধ। বাধ্য হয়ে ট্রাকে যাচ্ছি। যেভাবেই হোক আজই ঢাকায় পৌঁছাতে হবে। এজন্য ভাড়াও বেশি দিতে হয়েছে।
Leave a Reply