1. iamparves@gmail.com : admin :
  2. najmulhasan7741@gmail.com : Najmul Hasan : Najmul Hasan
  3. janathatv19@gmail.com : Shohag Khan : Shohag Khan
রবিবার, ১৯ মে ২০২৪, ০২:৪০ পূর্বাহ্ন

‘উঠে দাঁড়াতে একটা হাত লাগে, আর ঘুরে দাঁড়াতে…’

বিনোদন ডেক্স
  • প্রকাশের সময় : বুধবার, ১ জুন, ২০২২

হুমায়ুন ফরীদিকে যাঁরা দেখেছেন তাঁরা জানেন, একজন শিল্পীর ভেতরেও একজন দার্শনিক বাস করতে পারে। জীবদ্দশায় সহকর্মী ও ভক্তদের শ্রদ্ধা-ভালোবাসায় সিক্ত এই অভিনেতাকে এখনো শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন সবাই, বিশেষ করে জন্মদিনে। এমনকি নিজের জীবনের দুর্বল মুহূর্তগুলোতেও কেউ কেউ স্মরণ করেন প্রিয় অভিনেতার সার্বক্ষণিক আওড়ে যাওয়া দার্শনিক উক্তিগুলো।

হুমায়ুন ফরীদি

যদি তোমার সম্পর্কে মানুষ তোমার পেছনে কিছু বলে, জেনো তুমি কিছু একটা করছ, যা ওরা করতে পারছে না। মাথায় নিয়ো না। তোমার কাজ তুমি করে যাও মন দিয়ে। জয়ী হবে।

  • মৃত্যুর মতো এত স্নিগ্ধ, এত গভীর, সুন্দর আর কিছু নেই। কারণ, মৃত্যু অনিবার্য। তুমি যখন জন্মেছ, তখন তোমাকে মরতেই হবে। মৃত্যুর বিষয়টি মাথায় থাকলে কেউ পাপ করবে না। যেটা অনিবার্য, তাকে ভালোবাসাটাই শ্রেয়। মৃত্যুকে ভয় পাওয়াটা মূর্খতা। জ্ঞানীরা মৃত্যুকে ভয় পায় না। মৃত্যুকে আলিঙ্গন করো, গ্রহণ করো, বরণ করে নাও।
হুমায়ূন ফরীদি

সুখী হওয়ার একটাই উপায়, কেউ কাউকে ঠকাবেন না—অবশ্যই সুখী হবেন।

* কিছু কিছু পরিবর্তন মানুষ নিজেই করে; আর কিছু কিছু পরিবর্তন মানুষের জীবনে আসে, যেটা সে কখনোই চায় না বা আশা করে না।

হুমায়ূন ফরীদি

*কাউকে এতটাও ভালোবাসো না, যতটা ভালোবাসলে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেলে তুমি নিঃস্ব ও অসহায় হয়ে যাবে! বরং ভালোবাসা হোক গিভ অ্যান্ড টেক পলিসি। তুমি যতটুকু দেবে, ততটুকুই পাবে। এর বেশি ভালোবাসা দিলে তুমি পাবে অবহেলা আর অপমান।

* উঠে দাঁড়াতে একটা হাত লাগে, আর ঘুরে দাঁড়াতে একটা আঘাত।

হুমায়ুন ফরীদি

*লাইফ ইজ নাথিং বাট আ জার্নি টুয়ার্ডস ডেথ। আপস করে তো ভিতু মানুষ। আপস করে তো মেরুদণ্ডহীন প্রাণী।

* মৃত্যুর মতো এত স্নিগ্ধ, এত গভীর সুন্দর আর কিছু নেই।

* মানুষ কখনো বৃদ্ধ হয় না। মানুষ তার মনে মনে সারা জীবনই ২৮ বছরে থাকে।

* তুমি এমন কিছু আশা করবে না, যেটা তোমার নাগালের বাইরে।

* তুমি যখন কাউকে ভালোবাসবে, তখন একবুক সমুদ্র নিয়ে ভালোবাসবে। একবুক সমুদ্র না হলে সেই প্রেমের কোনো অর্থ থাকে না।

হুমায়ুন ফরীদি

  • কেন প্রেমে পড়লাম, কেন ভালোবাসলাম এর কারণ যদি তুমি খুঁজতে যাও, দেখবে তুমি কিছুই খুঁজে পাচ্ছ না। অন্ধকার ঘরে তুমি কালো বিড়ালকে খুঁজছ, কিন্তু বিড়ালটি সেই ঘরে নেই—ভালোবাসাটি এমন।

* আমি যাকে আঁকড়ে ধরতে চেয়েছি, সে আমাকে ফেলে গেছে। আমাদের জীবনেও প্রায়ই এমনটা হয়। যাদের আমরা একান্তই খুব কাছের মানুষের মতো প্রাধান্য দেই, নিয়তির দোষে তাদের সঙ্গেই আমাদের বেশি ছাড়াছাড়ি হয়।

হুমায়ূন ফরীদি সত্যিই ছিলেন পরিশ্রম আর মেধার যুগলবন্দী

*

একা থাকা অনেক ভালো, কারণ একাকিত্ব কখনো বিশ্বাসঘাতকতা করে না।

* আমি আমার শত্রুকে ‘বধ’ করার জন্য আমার ‘হাসিটুকু’ অস্ত্র হিসেবে ব্যবহার করি। মানুষ পেছনে অনেক কিছু বলে, এটাই নিয়তি।

সূত্রঃপ্রথম আলো

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৫
  • ১২:২৮
  • ৫:০২
  • ৭:০৭
  • ৮:৩০
  • ৫:৪৬