1. iamparves@gmail.com : admin :
  2. janathatv19@gmail.com : Shohag Khan : Shohag Khan
সোমবার, ০৬ মে ২০২৪, ০১:৩৮ পূর্বাহ্ন

‘প্রিয়তমা’র আয় ৪৪ হাজার ডলার

বিনোদন ডেক্স
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
সংগৃহীত

ঈদে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ দেশের হলগুলোতে ভালো সাড়া ফেলেছে। পাশাপাশি ৭ জুলাই থেকে সিনেমাটি চলছে যুক্তরাষ্ট্রের এএমসি, রিগ্যাল, সিনেমার্ক, শোকেইস এবং কানাডার সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্টের মোট ৪২টি হলে।

সেখানে প্রিয়তমা পরিবেশনার দায়িত্বে রয়েছে স্বপ্ন স্কেয়ারক্রো। প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট মো. অলিউল্লাহ সজীব গতকাল জানিয়েছেন, শুরু থেকেই যুক্তরাষ্ট্র ও কানাডার হলগুলোতে ভালো সাড়া ফেলেছে সিনেমাটি। মুক্তির প্রথম তিন দিনে প্রিয়তমা আয় করেছে ৪৪ হাজার ডলার, যা উত্তর আমেরিকার বক্স অফিসে কোনো বাংলাদেশি সিনেমার চতুর্থ সর্বোচ্চ ওপেনিং।

অলিউল্লাহ সজীব বলেন, ‘এখন হলিউড সিনেমার পিক মৌসুম হওয়ায় প্রিয়তমা কানাডা ও আমেরিকার মাত্র ৪২টি হলে মুক্তির সুযোগ পেয়েছে। ‘ইন্ডিয়ানা জোনস’, ‘জয় রাইড’, ‘মিশন ইম্পসিবল’ সিনেমাগুলোর কারণে কানাডা আমেরিকার চেইনগুলো এ মুহূর্তে পর্যাপ্ত থিয়েটার দিতে পারছে না। তারপরও প্রথম তিন দিনে প্রিয়তমা ৪৪ হাজার ডলার গ্রস করেছে।

আশাজাগানিয়া বিষয় হলো, ৪২টি থিয়েটারের মধ্যে যে কয়টি গুরুত্বপূর্ণ জায়গায় মুক্তি পেয়েছে, সবখানেই দারুণ পারফর্ম করছে সিনেমাটি। আন্তর্জাতিক চেইন থিয়েটারগুলো বাংলাদেশের সিনেমার এই সাফল্যে উচ্ছ্বসিত।’

অলিউল্লাহ সজীব আরও বলেন, ‘সবচেয়ে ভালো খবর হচ্ছে, সব হলেই দ্বিতীয় সপ্তাহে পদার্পণ করেছে প্রিয়তমা। হলিউড সিনেমার প্রবল দাপটের মাঝে শুধু আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স করলেই জায়গা ধরে রাখা যায় থিয়েটারগুলোতে। প্রিয়তমা সেটা করতে পেরেছে বলেই দ্বিতীয় সপ্তাহেও টিকে থাকতে পারছে।’

দেশের হলে আজ দ্বিতীয় সপ্তাহ পূর্ণ করছে প্রিয়তমা। গত ২৯ জুন দেশের ১০৫টি হলে মুক্তি পেয়েছিল, দ্বিতীয় সপ্তাহে আরও ৪টি হল বেড়েছে। ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ। এতে শাকিব খানের নায়িকা হয়েছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১২:২৯
  • ৫:০১
  • ৭:০৩
  • ৮:২৩
  • ৫:৫১