হবিগঞ্জ প্রতিনিধি ঃ
হবিগঞ্জের আজমিরিগঞ্জে বিষাক্ত ভিমরুলের কামড়ে আবুল মিয়া(৭০) এবং অজিতুন নেছা(৫৫) নামে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে ।নিঃসন্তান দম্পতিরচটজ
আকস্মিক মৃত্যুতে এলাকায় যেন নেমে এসেছে শোকের ছায়া।
ঘটনাটি ঘটেছে উপজেলার পৌর এলাকার ৪নং ওয়ার্ডের আজিমনগর জুম্মা হাটি গ্রামে।নিহত আবুল মিয়া জুম্মা হাটি গ্রামের মৃত মুন্সিউল্লার পুত্র।
এলাকাবাসী সূত্রে জানা যায়,গত ০৬-ই আগস্ট আনুমানিক বিকাল ৪ টায় আবুল মিয়া ও তার স্ত্রী তাদের বসত ঘরে অবস্থান করছিলেন।এসময় ঘরের সামনে থাকা আম গাছ থেকে ভিমরুলের বাসাটি ভেঙে পড়ে আবুল মিয়ার দরজার সামনে এবং মুহুর্তের মধ্যে বিষাক্ত ভিমরুল গুলো ঘরে প্রবেশ করে কামড়াতে থাকে স্বামী-স্ত্রী দু’জনকে।এসময় তারা শোর চিৎকার শুরু করলে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।০৬ আগস্ট রাত ১১ টায় আবুল মিয়া এবং রাত ২টায় তার স্ত্রী অজিয়তুন নেছা চিকিৎসাধীন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান।নিঃসন্তান দম্পত্তির এমন মর্মান্তিক মৃত্যু সংবাদে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
এবিষয়ে জানতে চাইলে কর্তব্যরত চিকিৎসক মনির হোসেন বলেন, চিকিৎসা নিতে আসার পর আমরা ভিমরুলের কামরের বিষক্রিয়া এবং মানুষ সর্গাত হলে যেমন নিস্তব্ধ হয়ে পড়ে তা দেখতে পাই।পরে আমরা তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করার জন্য ছাড়পত্র দেই।কিন্তু অসহায় দম্পতির আপনজন কেউ না থাকায় সাথে যে এক দু’জন এসেছিল তারা যেতে রাজি না হওয়ায় আমরা তাদের সাক্ষর রেখে চিকিৎসা প্রদান করি।চিকিৎসাধীন অবস্থায় রাত ১১ টায় আবুল মিয়া এবং রাত ২ টায় অজিয়তন নেছা মৃর্ত্যুর কোলে ঢলে পড়েন।
এব্যাপারে অফিসার ইনচার্জ নুরুল ইসলামের মুঠোফোনে কথা বললে তিঁনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং ঘটনার সত্যতা পাওয়া যায়।
Leave a Reply