1. iamparves@gmail.com : admin :
  2. najmulhasan7741@gmail.com : Najmul Hasan : Najmul Hasan
  3. janathatv19@gmail.com : Shohag Khan : Shohag Khan
শনিবার, ১৮ মে ২০২৪, ১২:৪৮ অপরাহ্ন

বাঁশঝাড়ে মিলল ৭ ফুট লম্বা অজগর

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৮ জুলাই, ২০২৩
সংগৃহীত

নেত্রকোণায় বাঁশঝাড় থেকে সাত ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার হয়েছে। শনিবার জেলার কলমাকান্দা উপজেলার নলচাপড়া গ্রামের একটি বাঁশঝাড় থেকে সাপটি উদ্ধার করা হয়।

সংবাদ পেয়ে অজগরটি উদ্ধার করেন পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য এনিমেলস অফ সুসং এর স্বেচ্ছাসেবকরা। সাত ফুট লম্বা ও প্রায় ১৫ কেজি ওজনের অজগরটি বার্মিজ পাইথন প্রজাতির বলে জানান স্বেচ্ছাসেবকরা। ধারণা করা হচ্ছে উজানের পাহাড়ি ঢলে গণেশ্বরী নদীর পানির স্রোতে অজগরটি লোকালের চলে এসে বাঁশঝাড়ে আশ্রয় নিয়েছিল।

উদ্ধারের পর সাপটিকে উপজেলা প্রশাসন ও বন বিভাগের সহায়তায় দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের গহীন বনে অবমুক্ত করেন স্বেচ্ছাসেবকরা।

এর আগে, গত বুধবার জেলার দুর্গাপুরের সোমেশ্বরী নদী থেকে আরেকটি অজগরের বাচ্চা উদ্ধার করেন স্থানীয়রা। পৌরশহরের তেরিবাজার ঘাট থেকে প্রায় আড়াই ফুট লম্বা অজগরের বাচ্চাটিকেও বনে অবমুক্ত করেন সেভ দ্য এনিমেলস অফ সুসং এর স্বেচ্ছাসেবকরা।

স্থানীয়রা জানান, শনিবার সকালে স্থানীয় রমজান আলীর বাঁশঝাড়ে শব্দ শুনে এগিয়ে আসেন স্থানীয় একজন। বাঁশঝাড়ে বড় কিছু একটা পেঁচিয়ে থাকতে দেখে আরো কয়েকজনকে ডেকে এনে প্রাণীটিকে মাটিতে নামিয়ে আনেন। অজগর বলে তারা নিশ্চিত হলে কয়েকজন সাপটিকে মারতে এগিয়ে আসেন। এ সময় সংবাদ পেয়ে স্বেচ্ছাসেবকরা তাদের সঙ্গে যোগাযোগ করলে সাপটিকে খাঁচায় আটকে রাখেন স্থানীয়রা। পরে স্বেচ্ছাসেবকরা অজগরটিকে উদ্ধার করে নিয়ে আসেন।

সেভ দ্য এনিমেলস অফ সুসং এর দফতর সম্পাদক শোভন ঘোষ বলেন, আমরা স্থানীয় একটি মাধ্যমে জানতে পারি কলমাকান্দার নলচাপড়া গ্রামের বাসিন্দারা একটি অজগর সাপ ধরেছেন। অনেকেই সাপটিকে মারার জন্য জড়ো হন। আমরা তাৎক্ষণিক ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করে সাপটি নির্বিষ অজগর বলে তাদেরকে নিশ্চিত করি। এছাড়া অজগরটি না মারার জন্য অনুরোধ জানাই। তারা আমাদের অনুরোধে সাড়া দিয়ে অজগরটিকে আটকে রাখেন। আমরা ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করি। অজগরটি প্রায় সাত ফুট লম্বা এবং ওজন ১৫ কেজি। অজগরটি উদ্ধারের পর বনে অবমুক্ত করেছি।

দুর্গাপুর রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী বলেন, বর্ষার এই সময় উজানের পাহাড়ি ঢলে পানির স্রোতের বিভিন্ন বন্যপ্রাণী লোকালয়ে চলে আসে। আমরা সেগুলো উদ্ধারে তৎপর রয়েছি। এছাড়া স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য এনিমেলস অফ সুসং এর স্বেচ্ছাসেবকরাও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। সংগঠনটি সদস্যরা গত তিনদিনে দুইটি অজগর সাপ উদ্ধারের পর আমাদের সহায়তায় বনে অবমুক্ত করেছে।

দুর্গাপুরের উপজেলা নির্বাহী অফিসার রাজীব-উল-আহসান বলেন, দুর্গাপুর ও পার্শ্ববর্তী উপজেলা কলমাকান্দার পাহাড়ি এলাকা থেকে প্রায় সময় বিভিন্ন বন্যপ্রাণী লোকালয়ে চলে আসছে। প্রাণীগুলো উদ্ধারে পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য এনিমেলস অফ সুসং এর স্বেচ্ছাসেবকরা কাজে যাচ্ছেন। আমরা সার্বক্ষণিক তাদের দিক নির্দেশনা ও সার্বিক সহযোগিতা করে আসছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৫
  • ১২:২৮
  • ৫:০২
  • ৭:০৭
  • ৮:৩০
  • ৫:৪৬