যাত্রীবাহী বাস থেকে উদ্ধারকৃত গাঁজা আত্মসাতের অভিযোগে পুলিশের এসআই হানিফ সরকারকে কিশোরগঞ্জ পুলিশ লাইনসে ক্লোজড করা হয়েছে। মঙ্গলবার রাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ তাকে প্রত্যাহার করেন। ভৈরব থানার ওসি মো. শাহিন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, গত সোমবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব শহরের নাটাল মোড় এলাকায় যাত্রীবাহী একটি বাস তল্লাশি করে। তল্লাশিকালে বাস থেকে মালিকবিহীন একটি গাঁজার ব্যাগ উদ্ধার করেন পুলিশের এই এসআই। উদ্ধারকৃত ব্যাগটি তিনি থানায় জমা না দিয়ে গোপন করেন। গোপন সূত্রে এ খবরটি পুলিশ সুপার জেনে তৎক্ষণিক থানার ওসিকে ঘটনাটি অবহিত করেন। খবর পেয়ে ওসি ঘটনাস্থলে গিয়ে সত্যতা পান।
এসআইয়ের বিরুদ্ধে দেড় কেজি গাঁজা জব্দ দেখিয়ে থানায় একটি জিডি করেন ওসি মো. শাহিন। গাঁজা আত্মসাতের বিষয়টি নিশ্চিত হয়ে এসআই হানিফ সরকারকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়।
পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ জানান, কোনো অপরাধীরই ছাড় নেই। তাকে প্রাথমিকভাবে পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়েছে। ঘটনা তদন্ত করে অপরাধ প্রমাণিত হলে তার শাস্তি হবে।
Leave a Reply