সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার উপজেলার সিমান্ত এলাকা নরসিংপুর ইউনিয়নের চেলা নদীর পানি বেড়েই চলেছে। টানা তিন দিনের ঝর বৃষ্টিতে
পাহাড়ি ঢলে চেলা নদী সহ উপজেলার সকল নদীতে এক সাথে পানি বাড়ার কারনে বড় ধরনের বন্যার আশংকা করা হচ্ছে। উপজেলার নিম্নাঞ্চলের কয়েক হাজার বসত বাড়ির ঘর পানির নিচে চলে যাওয়ার আশংকার কারনে, গরু সহ গৃহপালিত পশু পাখি নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাচ্ছেন এই এলাকার বাসিন্দারা।
এদিকে শতাধিক ঘর বাড়ি নদী বাঙ্গনে বিলিন হয়ে যাচ্ছে, জীবনের জুকি নিয়ে বসবাস করছেন শহস্রাধিক পরিবার।
অন্যদিকে চেলা নদীর পানি বাড়ার সাথে সাথে হাজার হাজার বারকী শ্রমিক বেকার হয়ে পরেছে। রুজিরোজগার বন্ধ হওয়ায় দূর্ভোগ বাড়ছে এলাকার শ্রমজীবি মানুষের।
Leave a Reply